infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

এবার শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

মর্নিং টাইমস

প্রকাশিত:
১২ ডিসেম্বার ২০২৩, ১৮:৩৭

ছবি : সংগৃহীত

বাংলাদেশি সিনেমায় আবারও দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে। এবার ‘কবি’ সিনেমায় ঢাকাই অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এর আগে শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। সেটিই ছিল বাংলাদেশে তার প্রথম ছবি।

কবি সিনেমায় পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল। চলতি সপ্তাহেই কলকাতার নারায়ণ স্টুডিওতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমে ইধিকা পাল বলেন, ‘নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে কাজ করছি। নতুন অভিজ্ঞতা হবে। কাজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি। মন দিয়ে করার চেষ্টা করব; আগে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে—এটাই আশা করছি।’

জানা গেছে প্রেমকেন্দ্রিক সিনেমা ‘কবি’তে থাকবে অ্যাকশনও। সিনেমার গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। নারায়ণ স্টুডিও ছাড়াও কলকাতার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হবে।

সিনেমায় রাজ-ইধিকা ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, কলকাতা অনন্যা বিশ্বাসসহ অনেকে। শুটিংয়ের কাজে পরিচালক কল্লোল, শরীফুল রাজ ও মিশা সওদাগর কলকাতায় গেছেন বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর