[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৭ই মাঘ ১৪৩১

মাহির পর ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৩, ২০:০৪

ফাইল ছবি

চিত্রনায়িকা মাহিয়া মাহির পর কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিলের খবর এসেছে। পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ডলি। গতকাল রবিবার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন পাবনা জেলা প্রশাসক।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা করছি।’

গত সোমবার বিকালে রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ড. মো. শাহজাহানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ডলি সায়ন্তনী। এই প্রথমবার কোনো রাজনৈতিক দলে যোগ দিলেন তিনি।

বিএনএমে যোগ দেওয়ার দিনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে প্রার্থী হতে দলটির মনোনয়ন ফরম তোলন ডলি সায়ন্তনী। জমা দেন পরদিন।

সে সময় বিএনএমে যোগ দেওয়ার কারণ প্রসঙ্গে ডলি বলেন, ‘বিএনএম থেকে আমাকে ভালো অফার করা হয়েছিল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই তো রাজনীতিতে যোগ দিয়েছেন। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তাহলে না কেন? তাই বিএনএমে যোগ দিয়েছি।’

অন্যদিকে পাবনা-২ আসন থেকে বিএনএমের প্রার্থী হওয়া প্রসঙ্গে ডলি বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর