প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৩, ২১:৪০
বিশ্বব্যাপী সঙ্গতিপ্রেমীদের কাছে ‘ব্ল্যাক পিংক’ বেশ পরিচিত নাম। কে-পপ শুনলেই মাথায় আসে বিটিএস আর ব্ল্যাক পিংকের নাম। মাত্র ৭ বছরেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় এই ফিমেইল কে-পপ ব্যান্ড। এই দলের সদস্য রোজ, লিসা, জিসো এবং জেনি। দল হিসেবে তারা যেমন তারা ভক্তদের প্রিয়, পৃথকভাবেও বেশ আলোচিত থাকেন এই চার শিল্পী। তবে ব্যান্ডটির ভবিষৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে।
‘ওয়াইজি’ প্রযোজনা সংস্থার আওতাভূক্ত এই দলের নতুন চুক্তি এখনো নির্ধারিত হয়নি। তথ্যমতে, চলতি বছর আগস্টের ৭ তারিখ তাদের গত চুক্তির মেয়াদ শেষ হয়েছে। যদিও এখনো শোনা যাচ্ছে, তারা ৪জন একসাথেই কাজ করবেন। কিন্তু এজেন্সির সাথে তাদের ঠিক মধ্যস্থতা হচ্ছে না। এইদিকে এজেন্সি থেকে জানিয়েছে, এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাই কিছু জানানো যাচ্ছে না।
গুঞ্জন রয়েছে রোজ বাদে বাকি ৩ সদস্য জিসো, জিনি ও লিসা- ওয়াইজি এজেন্সির সাথে তাদের কনট্যাক্ট রিনিউ করার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাছাড়া জিসো আর জিনি সম্ভবত তাদের নিজস্ব এজেন্সি শুরু করতে পারে। যদি এসব গুঞ্জন সত্য হয়, তাহলে ব্ল্যাক পিংক ভক্তদের জন্য হৃদয়বিদারক কোনো সংবাদ অপেক্ষা করছে।
এই বছর ওয়াইজি এজেন্সি ব্ল্যাক পিংকের সাথে তাদের চুক্তির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। কারণ ব্ল্যাক পিংক ভেঙে গেলে ওয়াইজির ভবিষৎ ব্যবসা জীবনে খুব বাজে প্রভাব পড়তে পারে। তাই তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই দল বিচ্ছিন্ন হওয়া রোধ করার।
তথ্যসূত্র : নিউজ১৮
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: