[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

ঢাকা-১০ আসনে নৌকার মনোনয়ন পেলেন ফেরদৌস

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৩, ২১:৩৩

ফাইল ছবি

অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতির মাঠেও বেশ সরব চিত্রনায়ক ফেরদৌস। ফলে স্বাভাবিকভাবেই গুঞ্জন শোনা যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়বেন তিনি। বিশেষ করে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদাণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যেভাবে দলের প্রশংসা করেন তাতে অনেকে ধরেই নেন এবার ফেরদৌস মনোনয়ন পেয়েই যাচ্ছেন! হলোও তাই! আজ প্রকাশিত তালিকায় ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন এ নায়ক।

রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সভা শেষে আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ফেরদৌস ও সাকিবের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

এর আগে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফেরদৌস। শনিবার ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আওয়ামীলীগের হয়ে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছি। এখনও অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত জানিনা। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি যেটা ভালো করেন করবেন। আমি আপার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

এবার নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী তিন হাজার ৩৬২ জন। আগামী রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ ছবির জন্য প্রথমবার খ্যামেরার সামনে দাড়ান ফেরদৌস। ১৯৯৭ সালে ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী ‘আমারে চায় না’ ছবির মধ্য দিয়ে।

একই বছর ফেরদৌস ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়া ‘মিট্টি’ নামে একটি বলিউড ছবিতেও তাকে দেখা গেছে। ফেরদৌস তার ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

এখানেই শেষ নয়, প্রযোজনায়ও নাম লিখিয়েছেন এই নায়ক। ২০১২ সালে ‘হঠাৎ সেদিন’ এবং ২০১৪ সালে ‘এক কাপ চা’ সিনেমা দুটি তিনি প্রযোজনা করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী তানিয়া আহমেদ এবং দুই সন্তান ছেলে নুজহাত ফেলদৌস ও মেয়ে নুজরান ফেরদৌসকে নিয়ে নায়ক ফেরদৌস আহমেদের সংসার। তার স্ত্রী পেশায় বিমানের একজন পাইলট। ২০০৩ সালের ৯ ডিসেম্বর তারা বিয়ে করেন।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর