প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৩, ১৮:২৩
অপেক্ষার প্রহর এবার ফুরোনোর পালা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। কেননা মুক্তি পাচ্ছে তার দীর্ঘদিনের আটকে থাকা ছবি ‘শনিবার বিকেল’। তবে আক্ষেপ কিছুটা থেকেই যাচ্ছে। কেননা ছবিটি এবারও সিনেমা হলে মুক্তি পাচ্ছে না। আগামীকাল শুক্রবার থেকে ভারতীয় ওটিটি মাধ্যম সনি লাইভ দেখা যাবে ছবিটি।
তবে বাংলাদেশিদের জন্য অধরাই থেকেই যাচ্ছে ‘শনিবার বিকেল’। এমনটা বোঝা গেল ফারুকীর কথায়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি। ২৪ নভেম্বর, সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনও দেশ থেকে দেখা যাবে!”
এতে স্পষ্ট যে, বাংলাদেশের দর্শক সরাসরি দেখতে পারবেন না ছবিটি। কেউ দেখতে চাইলে নানা কায়দায় দেখতে হবে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দর্শকের কপালে জুটছে না ‘শনিবার বিকেল’।
গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিয়ে দেশে জলঘোলা কম হয়নি। চার বছরের সময় ধরে নিষিদ্ধাদেশ মাথায় নিয়ে ঘোরার পর শর্তসাপেক্ষে দেশে মুক্তির অনুমতি মিলেছিল ছবিটির। কিন্তু কয়েকদিন বাদে সিদ্ধান্ত ঘুরে যায়। জানানো হয়, ফের ছবিটি দেখবে আপিল কমিটির সদস্যরা। তারপরই হবে সিদ্ধান্ত। এরপর আর মুক্তির অনুমতি পায়নি ছবিটি।
‘শনিবার বিকেলে’ অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয় শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: