[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

প্রকাশ্যে নারী সাংবাদিককে চুম্বন করলেন সালমান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৩, ১৮:২০

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে সহকর্মী ইমরান হাশমিকে চুমু খেয়েছিলেন সালমান খান। কোনো পুরুষের সঙ্গে ভাইজানের এমন কাণ্ডে নড়েচড়ে বসেছিলেন সবাই। তার রেশ কাটতেই ফের চুমু কাণ্ডে সালমান। এবার এক নারী সাংবাদিককে জাপটে ধরে চুমু দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গোয়ায় আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সালমান খান। তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই তৈরি ‘ফারে’ ছবির গোটা টিমের সঙ্গে ছবি তোলার পর রেড কার্পেটে পা রাখতেই পুরোনো সাংবাদিক বন্ধুকে খুঁজে পেলেন সেখানে। নিরাপত্তা বলয় ভেঙেই সেই নারী সাংবাদিককে জড়িয়ে ধরে চুম্বন করলেন।

এদিকে ওই নারীও বেশ স্বাভাবিকভাবে নিয়েছেন বিষয়টি। রসিকতা করে সালমানকে তিনি বলেন, ‘নাটক করিস না তো!’

এদিকে মুহূর্তেই ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরাও অবাক হয়েছেন সালমানের এমন আচরণ দেখে। কেননা নিজের ছবিতে কখনও চুমু খেতে দেখা যায়নি তাকে। এবার সেই সালমান বাস্তবে চুমুর ক্ষেত্রে নারী, পুরুষ বাছ বিচার করছেন না। অনেকেই মানতে পারছেন না বিষয়টি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর