[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বাপের বাড়িতে থাকছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ০৯:৫০

ফাইল ছবি

বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে নাকি বচ্চন পরিবারের সম্পর্কে ফাটল ধরেছে। বর্তমানে ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন। আরে এতেই বিষয়টি নিয়ে জল্পনা যেন দিন দিন বেড়েই চলেছে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে আপাতত মা বৃন্দা রাইয়ের কাছেই রয়েছেন ঐশ্বরিয়া।  

জানা যায়, রাই সুন্দরী মায়ের কাছে গিয়েছিলেন তার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই-এর জন্মদিন পালন করতে। তবে সেই সেলিব্রেশনে স্বামী অভিষেক বচ্চনকে ছাড়া কেবল ঐশ্বরিয়া ও আরাধ্যাকেই দেখা গিয়েছে। 

এদিকে কিছুদিন আগে ঐশ্বরিয়ার জন্মদিনে বচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। শুধু শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। সেটাও ছিল নেহাতই শুকনো শুভেচ্ছা। 

এদিকে আবার অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে অ্যাশ পারিবারিক ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দাকে বাদ দিয়ে ছবি পোস্ট করেন। এমনকি আরাধ্যার ১৩তম জন্মদিনেও বচ্চন বাড়ির কাউকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়নি। 

এছাড়া সম্প্রতি মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও অভিষেককে ছাড়া একাই গিয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর