[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

প্রবীর মিত্রকে নিয়ে গুজবে বিব্রত পরিবার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ২০:৩৭

ফাইল ছবি

তারকাদের নিয়ে প্রায়ই গুজব রটে। তখন পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর গুজব রটেছে বেশ কয়েকবার। এবার তাকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে তার ধর্ম পরিবর্তনের বিষয়ে।

প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ব্যক্তিগত প্রোফাইল আর বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে এ খবর। এমন খবরে বিব্রত বলে জানান প্রবীর মিত্রর ছেলে মিঠুন মিত্র। তিনি নিশ্চিত করেছেন যে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়।

মিথুন বলেন, ‘আমার বাবা মুসলিম হননি। মানুষ বানোয়াট খবর ছড়াচ্ছে। আমার মা মুসলিম ছিলেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়।’

না জেনে কোনো তথ্য ছড়ানো বা মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেছেন মিথুন।

দীর্ঘদিন ধরে প্রবীর মিত্র অভিনয় থেকে দূরে রয়েছেন। নানান অসুখে বাসায় কাটে তার সময়। প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে। স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।

প্রবীর মিত্র চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা। তার আলোচিত সিনেমার মধ্যে আছে— ‘তিতাস একটি নদীর নাম’, ‘পুত্রবধূ’, ‘নয়নের আলো’, ‘জলছবি’, ‘জয় পরাজয়’, ‘রঙিন সিরাজউদ্দৌলা’, ‘তাসের ঘর’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘বড় ভালো লোক ছিল’, ‘দহন’, ‘দুই পয়সার আলতা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘হারানো সুর’ ইত্যাদি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর