infomorningtimes@gmail.com শনিবার, ২৪শে জানুয়ারী ২০২৬, ১১ই মাঘ ১৪৩২

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ০০:৪৪

চিত্রনায়িকা মাহিয়া মাহি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী হতে চান।

মনোনয়ন ফরম কেনার বিষয়টি ফেসবুকে মাহি নিজেই নিশ্চিত করেছেন।

শনিবার রাত ৯টার দিকে ফেসবুকে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ইনশাআল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেব।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর