[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বুবলী যেন প্রেম বাগানের ফুল!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ২০:৩৫

ফাইল ছবি

ফুল ফোটানো মানুষের কম্ম নয়। ওটা প্রকৃতির কাজ। অবশ্য কতিপয় ব্যক্তিকে এই বিরল ক্ষমতা স্রষ্টা দিয়েছেন। তবে গোলাপ বা বেলী ফোটাতে না, প্রেমের ফুল ফোটাতে। এই গুণটি নাকি অভিনেত্রী শবনম বুবলীর খুব ভালোভাবে আছে। তিনি যেখানে যান সেখানেই প্রেমের ফুল ফোটান! সম্প্রতি গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রকাশ পেতেই এমন ধারণা পিঁড়ি পেতে বসেছে অনেকের মনে।

অনেকের মতে, রণে বনে জলে, জঙ্গলে বুবলী যেখানেই যার সঙ্গে মিশেছেন তার বাগানেই ফুটিয়েছেন প্রেমের ফুল। কেননা তার সঙ্গে প্রেম ও গুঞ্জনের মাখামাখি ক্যারিয়ারের শুরু থেকেই।

সুপারস্টার শাকিব খানে হাত ধরে ঢালিউডে নাম লিখিয়েছিলেন বুবলী। ‘বসগিরি’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল এ যাত্রা। ছবিতে নাম লেখানোর সঙ্গে সঙ্গে শাকিবের মনেও নাম লেখান তিনি। গুঞ্জনও ডানা মেলেছিল তখনই। কিন্তু জবাব দিতে গিয়ে নিয়েছিলেন মিথ্যার আশ্রয়। জানিয়েছিলেন গুঞ্জনটি গুজব। তবে শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর ফাঁসের পর বুবলীর মুখ দিয়েই বেরিয়েছে হাড়ির খবর। তিনি যেচে শুনিয়েছিলেন সে গল্প।

বুবলী বলেছিলেন, “বসগিরি'র আগেই আমাদের ‘প্রিয়া রে’নামে আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল। ফলে, শুটিংয়ের আগে থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল। তা ছাড়া ফিল্মের বিষয়ে শাকিব খানকে প্রথম চিনেছি, দেখেছি। 'বসগিরি'র শুটিংয়ের শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয়। এরপর একটা সময় বিয়ে। তারপর সন্তান।”

এদিকে শাকিবের সঙ্গে সম্পর্কে টক ঝাল শুরু হতেই বুবলীর সঙ্গে জড়ায় একাধিক নাম। এ তালিকায় আছেন চিত্রনায়ক আদর আজাদ। শাকিবের সঙ্গে সম্পর্ক যখন খাঁদের কিনারের, কিং খান যখন নতুন সিনেমায় সুযোগ দিচ্ছেন না স্ত্রী বুবলীকে তখন শাকিব বলয়ের বাইরে নিজের আলোয় আলোকিত হতে উঠে পড়ে লাগেন বুবলী।

আদর আজাদের বিপরীতে ‘তালাশ’ নামের এক ছবিতে অভিনয় করেন। সেসময় গুঞ্জন চাউর হয়, শুধু পর্দার সামনে না, পেছনেও আদরের আদরে আছেন বুবলী। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা।

বুবলীর প্রেমিকের তালিকায় নির্মাতা রায়হান রাফীর নামও শোনা গেছে। ‘টান’ ও ‘সাত নাম্বার ফ্লোর’ নামে রাফীর দুটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন বুবলী। জানা গিয়েছিল, সেইসঙ্গে রাফীর হৃদয়ের ফ্লোরেও টান দিয়েছিলেন বুবলী। তারপর এক নায়ে ভেসে গিয়েছিলেন বেশ খানিক দূর। সেসময় সংবাদমাধ্যমে উঠে এসেছিল, বুবলীকে প্রায়ই রাফীর নিকেতনের অফিসে যেতে দেখা যায়।

কীসের এত যাতায়াত, ব্যাখ্যা দিয়ে রাফী তখন বলেছিলেন, ‘বুবলী আমার অফিসে আসে। নতুন প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য আসে। এই প্রেমের সম্পর্কের খবরের কোনো ভিত্তি নেই।’

অন্যদিকে ‘পাসওয়ার্ডে’র ‘সোনা বুবলী’ও ঝেড়ে কেটে না করে বলেছিলেন, ‘এটি ভিত্তিহীন খবর। অনেকেই তার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে না পেরে হয়তো এসব ছড়াচ্ছে।’

তবে রাফীর প্রেমিকা (যদিও তারা ঘোষণা দেননি) হিসেবে পরিচিত অভিনেত্রী তমা মীর্জার বক্তব্যে বোঝা গিয়েছিল অন্য কিছু। বিষয়টি নিয়ে তিনি বলেছিলেন, ‘এক্ষেত্রে আমি দুই রকম স্টেটমেন্ট পেয়েছি। তাহলে আমার কি বলার থাকে? তাদের যদি কিছু থেকেও থাকে সেটা নিয়ে আমার মন্তব্য দেয়া উচিত না। আমি তখনই মুখ খুলব যখন কেউ আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলবে। এখনো পর্যন্ত এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ এটা সত্যি অনেকেই আমাকে রাফী ও বুবলীর এই প্রেমের গুঞ্জন সম্পর্কে বলেছে।’

এছাড়া একটি মুঠোফোন কোম্পানির এক বড় কর্তার সঙ্গেও শোনা গিয়েছিল এ নায়িকার প্রেমের গুঞ্জন। আর এই মুহূর্তে তো বুবলীকে কেন্দ্র করে বৃত্ত তৈরি করছে গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের গুঞ্জন। অনলাইন অফলাইনে সবচেয়ে হট টপিকে পরিণত হয়েছে। মানুষজন নাকি চা খেতে খেতেও আলাপটি করছে।

যদিও বুবলী জানিয়েছেন এসব ষড়যন্ত্র, একটি মহল এসব ছড়াচ্ছে। তবে তার কথায় ভরসা রাখতে পারছেন না নেটাগরিকদের অনেকে। শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর পরও বিষয়টিকে গুজব আখ্যা দিয়েছিলেন বুবলী। এসব ছড়ানোর পেছনে একটি চক্রকে দায়ী করেছিলেন। কিন্তু দিন শেষে সন্তানসহ বিয়ের খবর দেওয়ায় নেটাগরিকদের আর আস্থা নেই এ নায়িকার প্রতি। তাই প্রয়োজনীয় আলামত না পেলেও বুবলীকে ঘিরে ছড়ানো গুঞ্জনকে সত্য বলেই ধরে নিচ্ছেন তারা।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর