[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

অপু-পরীমণিদের জবাব দিলেন বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ২০:১৭

ফাইল ছবি

গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠতেই বিষয়টিকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু এতে অনেকেই খুঁজে পেয়েছেন হাস্যরসের উপাদান। তাদের একজন অভিনেত্রী পরীমণি।

তিনি বুবলীকে ইঙ্গিতে ব্যঙ্গ দিয়ে নিজের ফেসবুকে দুই কথা লিখেছিলেন। এছাড়া অপু বিশ্বাসও আকার ইঙ্গিতে দিচ্ছেন খোঁচা। এবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সরব হলেন বুবলী। গানে গানে দিলেন অপু-পরীমণিদের কটাক্ষের জবাব।
তবে জবাবটি খুব বুদ্ধিবৃত্তিকভাবে দিয়েছেন বুবলী। এজন্য বেঁছে নিয়েছেন সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া গান তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’র কিছু অংশ।

ওই রিলসে দেখা যায়, বুবলী নাচের ভঙ্গিতে শরীর দোলাচ্ছেন। পেছন থেকে ভেসে আসছে, ‘হ্যাঁ, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে/ পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে/ যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন/ তারাই আবার করছে কাঠি, সামনে প্রিয়জন/ যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া/ ভয়ডর নেই, যে যা বলুক, বলবে/তোদের জ্বলবে, আমার তাতেই চলবে।’

এদিকে বুবলীর এমন জবাবে খুশি তার ভক্তরা। অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। দিয়েছেন তাকে ধন্যবাদ। তবে নিন্দুকেরা ঠিকই দু’কথা শুনিয়ে গেছেন মন্তব্যের ঘরে। সেসবের কোনো উত্তর দেননি বুবলী।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর