[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

তিন দিনের মাথায় সুখবর দেবেন নাবিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৩, ২০:৩১

ফাইল ছবি

অনামিকায় আংটি দেখিয়ে অনুসারীদের ভাবনায় রেখেছেন নাবিলা ইসলাম। তাদের ধারণা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী।

ঘটনাটি ঘটেছে রোববার (৫ নভেম্বর)। এদিন রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন নাবিলা। অনামিকায় আংটিসহ ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘অবশেষে এটা হতে যাচ্ছে।’

এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। কেউ ভাবছেন বাগদান সেরেছেন নাবিলা। আবার কারও মতে বিয়ে সম্পন্ন হয়েছে তার। অনেকে আবার এসবের ধারেকাছে ঘেঁষছেন না। তাদের ধারণা, নাবিলা হয়তো নতুন কোনো কাজের খবর দিচ্ছেন নাটকীয়ভাবে।

বিষয়টি নিয়ে ঝেড়ে না কাশলেও মুখ খুলেছেন নাবিলা। তিনি বলেন, ‘আপাতত আমি চুপ করে বসে আছি। পারিবারিকভাবে এটা বলতে নিষেধ আছে। এর উত্তর জানতে হলে আসলে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিন দিনের মাথায় সুখবরটি সবাই জানাব।’

এদিকে সম্প্রতি চলচ্চিত্রে অভিষেক হয়েছে নাবিলার। ‘যুদ্ধ জীবন’ নামের একটি চলচ্চিত্রে দেখা যাবে তাকে। প্রথম ছবিতেই নায়িক হিসেবে পেয়েছেন ফেরদৌসকে। ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন রিফাত মোস্তফা টিনা।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর