[email protected] শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২

‘খেলোয়াড়রা আমার প্রেমে পড়েছেন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ১৯:৩৫

শ্রাবণ্য তৌহিদা

‘খেলোয়াড়রা আমার প্রেমে পড়েছেন, আমি পড়িনি। খেলোয়াড়দের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। তাদের সম্মান করি। সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত আমি। কিন্তু ক্যাপ্টেন হিসেবে মাশরাফিকে পছন্দ’—সম্প্রতি সংবাদমাধ্যমে এসব কথা বলেছেন উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। সেলিব্রিটি শো, ক্রীড়াবিষয়ক শো, রিয়েলিটি শো উপস্থাপনা করে থাকেন তিনি। তা ছাড়া অভিনয় করেছেন বেশকিছু নাটকে।

উপস্থাপনার কাজ ভীষণ পছন্দ করেন শ্রাবণ্য। তিনি বলেন, অনেকে ভাবেন শুধু চেহারা সুন্দর হলে উপস্থাপক হওয়া যায়, কিন্তু এটা ঠিক না। উপস্থাপক হতে হলে আইকিউ শার্প থাকতে হয়, প্রচুর সাধারণ জ্ঞান ও উপস্থিত বুদ্ধি থাকতে হয়।

সম্প্রতি ফুটবলার রোনালদিনহো ঢাকায় এলে তার সাক্ষাৎকার নেন শ্রাবণ্য। পর্তুগিজ ভাষায় তিনি রোনালদিনহোকে বলেছেন— ভীষণ ভালোবাসি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর