infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

নতুন সিনেমায় ফের জুটি বাঁধলেন পূজা-আদর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৩, ১৭:০১

পূজা-আদর

‘নাকফুল’, ‘লিপস্টিক’ সিনেমার পর আবারও নতুন সিনেমায় জুটি বাঁধলেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটির নাম ‘দরদিয়া’। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। রোববার রাতে দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন ছবিটিতে।

নব্বইয়ের দশকের রোমান্টিক প্রেমের গল্পে নির্মিত হবে ছবিটি, থাকবে অ্যাকশনও। ছবিটি নিয়ে পূজা জানান, প্রায় তিন বছর আগে এই গল্প জেনেছেন। তিনি বলেন, ‘অসাধারণ একটি গল্পের ছবি হবে এটি। চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি আমি। আমি যে চরিত্রটি করব, দারুণ একটি চরিত্র। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে ছবিটি।’

পূজা চেরি আরও বলেন, ‘লিপস্টিক ছবিতে যে টিমের সঙ্গে কাজ করছি, এটিও সেই একই টিমের কাজ। এ ছবির পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নায়ক একই। কাজের ব্যাপারে দারুণ আন্তরিকতা আদর ভাইয়ের। ভালো কাজের ব্যাপারে খুব চেষ্টা আছে। তার সঙ্গে এর আগে একটি কাজ শেষ করেছি। আরেকটির শুটিং চলছে। প্রযোজক, পরিচালক হয়তো আমাদের জুটি পছন্দ করেছেন। এ কারণেই আমাদের দুজনকে আবারও তাঁদের আরেক ছবিতে নিয়েছেন।’

পূজার সঙ্গে জুটি নিয়ে আদর আজাদ বলেন, ‘এটি প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। কারণ, তাদের পছন্দেই আমাদের দুজনকে পরপর ছবিতে নেওয়া হচ্ছে।’

আগামী বছরের জানুয়ারি মাস থেকে এ ছবির শুটিং শুরুর কথা রয়েছে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর