[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

‘কারাগার’ ও ‘রেডরাম’র বাজিমাত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ২০:৫৭

ছবি: সংগৃহীত

অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মগুলো নিজের জায়গা করে নিয়েছে। শোবিজের অন্যতম মেধাবী মানুষগুলো এখন ওটিটিতেই কাজ করছেন।

সেই তালিকায় বাদ নেই মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা, শিহাব শাহীন থেকে শুরু করে আফজাল হোসেন, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপি করিম, নুসরাত ইমরোজ তিশাসহ এ প্রজন্মের শিল্পীরাও।

তাইতো দেশের বড় দুই গণমাধ্যম শুধু ওটিটির কাজকে স্বীকৃতি জানাতে ওটিটি অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। কিছুদিন আগে চ্যানেল আই ওটিটি অ্যাওয়ার্ড সফলভাবে অনুষ্ঠিত হয়। এবার আরও বড় পরিসরে আয়োজিত হয়ে গেল ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২’।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে এই জমকালো আসর বসেছিল। সেরা অভিনয়শিল্পী, সেরা সংগীতশিল্পী, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ২৮ বিভাগে পুরস্কার দেওয়া হয়। তাতে বাজিমাত করেছে হইচইয়ের সিরিজ ‘কারাগার’ আর চরকির ওয়েব ফিল্ম ‘রেডরাম’। সৈয়দ আহমেদ জামান শাওকী পরিচালিত ‘কারাগার’ সিরিজটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মোট ৯টি পুরস্কার অর্জন করেছে। আর ভিকি জাহেদ পরিচালিত ‘রেডরাম’ ছবিটিও গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পাঁচটি পুরস্কার অর্জন করেছে।

কারাগার ওয়েব সিরিজের জন্য পুরস্কার

১. সেরা ওয়েব সিরিজ : কারাগার পার্ট ১
২. সেরা পরিচালক : সৈয়দ আহমেদ জামান শাওকী
৩. সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার) : চঞ্চল চৌধুরী
৪. সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) : তাসনিয়া ফারিন
৫. সেরা প¦ার্শ অভিনেতা : ইন্তেখাব দিনার
৬. সেরা চিত্রগ্রাহক : বরকত হোসেন পলাশ
৭. সেরা গল্প : নেয়ামত উল্লাহ মাসুম
৮. সেরা রূপসজ্জাকর : আতিয়া রহমান
৯. সেরা আবহসংগীত : রুসলান রেহমান
রেডরাম ওয়েব ফিল্মের জন্য পুরস্কার
১. সেরা ওয়েব ফিল্ম : রেডরাম
২. সেরা পরিচালক : ভিকি জাহেদ
৩. সেরা অভিনেতা : আফরান নিশো
৪. সেরা অভিনেত্রী : মেহজাবীন চৌধুরী
৫. সেরা প¦ার্শ অভিনেত্রী : সালহা খানম নাদিয়া
এছাড়া জনপ্রিয় ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছেন
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা: নাসির উদ্দিন খান, ‘সিন্ডিকেট’
সেরা সম্পাদনা: নুহাশ হুমায়ূন ও ফুয়াদ সৌরভ, ‘পেট কাটা ষ’

সমালোচক ক্যাটাগরি

সেরা পরিচালক: মোহাম্মদ তাওকীর ইসলাম, ‘শাটিকাপ’
সেরা সিরিজ: শাটিকাপ

সংগীত

সেরা সংগীত পরিচালক: ইমন চৌধুরী, টেকা পাখি, ‘দুই দিনের দুনিয়া’
সেরা সংগীতশিল্পী: মাশা ইসলাম, টেকা পাখি, ‘দুই দিনের দুনিয়া’
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: রুসলান রেহমান, ‘কারাগার’
সেরা গীতিকবি: খৈয়াম সানু সন্ধি, কথা ছিল, ‘সিন্ডিকেট’

বিশেষ স্বীকৃতি

দর্শকের পছন্দের জনপ্রিয় ডিজিটাল মিডিয়া ড্রামা: ‘পেট কাটা ষ’


ইনডিভিজ্যুয়াল কনটেন্ট
সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিক্ষা): এনায়েত চৌধুরী, কেন সবাই ২০২৩ সালে দুর্ভিক্ষ ও মহামন্দা হওয়ার ভয় করছে
সেরা কনটেন্ট ক্রিয়েটর (বিনোদন/কমেডি): আরএনএআর, দ্য মাইটি চেয়ার
সেরা কনটেন্ট ক্রিয়েটর (খেলাধুলা): নয়ন অ্যান্ড অন, ফুটবলের সুপরহিরোদের সঙ্গে দেখা
সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিশু): শামীমা শ্রাবণী, টুনটুনি
সেরা কনটেন্ট ক্রিয়েটর (ট্রাভেল ভ্লগ): নাদির অন দ্য গো–বাংলা, ২ দেশকে ভাগ করেছে এই মরুভূমি
সেরা কনটেন্ট ক্রিয়েটর (ফুড অ্যান্ড রেসিপি): রাফসান দ্য ছোটভাই, মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেক

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর