প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ২০:৪৯
জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ শুধু অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন না। শিশুদের নিয়ে তিনি কাজ করেন। মঞ্চ নাটক নির্দেশনা দেন, পাপেট শো করে থাকেন। মোট কথা নানা ধরনের সৃষ্টিশীল কাজের সঙ্গেই বসবাস করতে ভালোবাসেন এই শিল্পী।
তাইতো নওশাবার নিয়মিত সংলাপ, ‘শিল্প ও ভালোবাসায় বেঁচে রই।’
নওশাবা মনে প্রাণে বিশ্বাস করেন পৃথিবীর সকল মানুষ এক। প্রত্যেকের সমান অধিকার রয়েছে খুশি থাকার। তাইতো ধর্ম, বর্ণ, পেশা, শ্রেণি নির্বিশেষে সকল মানুষের জয়গান গাইতে ভালোবাসেন। এবার তেমনি একটি উদ্যোগ নিয়ে ধরা দিলেন ক্যামেরায়। সনাতন ধর্মের সবচেয়ে বড় আয়োজন সারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি একটি বিশেষ ফটোশ্যুট করেছেন।
দেবীরূপী নওশাবা হাজির হয়েছেন একেবারে ভিন্ন আবেশে। তিনি তার ফটোশ্যুটের থিম দিয়ে বোঝাতে চেয়েছেন, দেবী দুর্গা কেবল মণ্ডপে বসে থাকতে আসেননি। তিনি এসেছেন তার সকল শ্রেণী পেশার মানুষের মঙ্গলের জন্য। তাইতো নওশাবাকে দেখা যায় কখনো চায়ের দোকানের জীর্ণ বেঞ্চিতে বসে থাকতে, কখনো আবার ফুলের দোকানের সামনে নৃত্যরত অবস্থায়, পথচারীকে ত্রিশুল হাতে রাস্তা পার করার ভূমিকায়, ফুলওয়ালীর ফুলের ডালায় হাতের ছোঁয়া লাগাতে, কচুড়িভরা নদীতে নৌকায় সওয়ার হয়ে ভাসতে কিংবা পথের ক্ষুধার্ত কুকরকে এক টুকরো রুটি খাইয়ে পেট ভরাতে।
এমন অনেকগুলো অর্থপূর্ণ দৃশ্যে তিনি ধরা দিয়েছেন সাক্ষাৎ দুর্গা ঠাকুর হয়ে! ফটোশ্যুটের ছবি শেয়ার করে নওশাবা ফেসবুকে লিখেছেন, ‘অন্ধকার হচ্ছে যেখানে আলোর অনুপস্থিতি, তুমিই তো আলো, তবে শঙ্কা কিসে অন্ধকারে, জাগো বন্ধুরা।’ ফটোগ্রাফারের ভূমিকায় ছিলেন নাজমুল হাসান। পোশাক ও গয়না কাদম্বরী ও সিক্স ইয়ার্ডস স্টোরির।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: