[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সমকামী বিয়েকে বৈধতা না দেওয়ায় হতাশ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৩, ১২:৫৯

ফাইল ছবি

ভারতে সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির সমকামী, রূপান্তরকামীসহ সব ধরনের প্রান্তিক যৌনতার মানুষ দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন এই রায়ের জন্য। কিন্তু তাদের সেই অপেক্ষার অবসান আর ঘটল না।

আদাতলের রায় ঘোষণার পর হতাশ হয়ে পড়েছেন সমকামী-রূপান্তরকামী মানুষ। শুধু তারাই নন, নিরাশ হয়েছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলিও।

মঙ্গলবার (১৭ অক্টোবর) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দিয়েছেন।

ভারতীয় এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন সেলিনা। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সুপ্রিম কোর্টের সমকামী বিয়ের এই রায়টি খুবই হতাশাজনক। গত ২০ বছর ধরে এলজিবিটি (লেসবিয়ান, গে, বায়সেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটি) নিয়ে কাজ করছি আমি।

সবসময় আমি একটি কথাই বলেছি, এলজিবিটি আলাদা করে কিছু চাচ্ছে না। বরং ভারতের প্রতিটি নাগরিক যে অধিকার পায় সেটাই তারা চাচ্ছেন।

আইন প্রণেতাদের প্রতি আস্থা প্রকাশ করে সেলিনা আরও বলেন, বিয়ের অধিকার, একটি পরিবারের অধিকার যে কোনো মানুষের গুরুত্বপূর্ণ অধিকার। তাই আমি আশা করছি, লিঙ্গ বৈষম্য দূর করতে বিশেষ বিবাহ আইন সংসদে এটি আপডেট করা হবে।

রায়ে আদালত জানায়, সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার ক্ষমতা তাদের নেই। এই ধরনের আইন তৈরির ক্ষমতা সংসদের রয়েছে। আদালতের এ বক্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন সেলিনা।

প্রসঙ্গত, ২০০১ সালে ‘জানশীন’ সিনেমায় ফারদিন খানের বিপরীতে বলিউডে অভিষেক হয় সেলিনা জেটলির। সিনেমাটিতে সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়েন তিনি। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। কিন্তু ক্যারিয়ারের মাঝ পথে হঠাৎ বিয়ে করে অভিনয় থেকে দূরে রয়েছেন সেলিনা জেটলি। সূত্র : ইন্ডিয়া টুডে

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর