[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

তবে কি অন্তঃসত্ত্বা ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৩, ১২:১৯

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকাদম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর গণমাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী।

এ দিকে গুঞ্জন উঠেছে ক্যাটরিনা নাকি অন্তঃসত্ত্বা। রীতিমতো বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।

সম্প্রতি হায়দরাবাদে একটি ব্র্যান্ডের প্রচারণায় গিয়েছিলেন ক্যাটরিনা। আর সেখান থেকেই অন্তঃসত্ত্বার বিষয়টি আরও জোরালো হয়েছে। ইতোমধ্যে ওই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনার পরনে রয়েছে গোলাপি রংয়ের একটি চুড়িদার। তবে বার বার ওড়না দিয়ে ক্রমাগত পেট আড়াল করার চেষ্টা করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের গুঞ্জন শুরু।

বেশিরভাগ মানুষই বলছেন, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। একজন লিখেছেন, অন্তঃসত্ত্বা বলেই এভাবে লুকোনোর চেষ্টা করছেন। ক্যাটরিনার এক ভক্ত লেখেন, ক্যাটরিনা সত্যিটা প্রকাশ্যে আনুন।

এ ছাড়া কলকাতায় সম্প্রতি একটি গয়নার বিপণির অনুষ্ঠানে গিয়েছিলেন ক্যাটরিনা। সেখানেও এমন আচরণে দেখে সবাই এখন আন্দাজ করছেন, সত্যিই হয়তো কিছু লুকোচ্ছেন তিনি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর