[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

টরন্টোর মঞ্চ মাতাবেন তাহসান-ইমরান ও মোনালিসা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৩, ২২:৪১

ছবি ইমরান-তাহসান ও মোনালিসা

কানাডার টরন্টো প্যাভিলিয়নে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত উৎসব, যেখানে অনেকদিন পর এক মঞ্চে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই সংগীত তারকা তাহসান খান ও ইমরান মাহমুদুল। শুধু তাই নয়, তাদের সঙ্গে মঞ্চ মাতাতে থাকছেন মডেল-অভিনেত্রী মোনালিসাও।

প্রবাসী বাঙালি ও স্থানীয় সংগীতপ্রেমীদের জন্য এই আয়োজন জানিয়ে তাহসান খান জানান, দেশের বাইরে অনেক দর্শক-শ্রোতা আছেন, যারা বাংলা গান শোনার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তাদের আহ্বানে সাড়া দিতেই বিভিন্ন দেশে ছুটে যাওয়া।

ইমরান মাহমুদুল বলেন, যাদের ভালোবাসা কুড়ানোর জন্য শিল্পীজীবন বেছে নেওয়া, তাদের টানেই দেশ-বিদেশের মঞ্চে ছুটে যাই। কানাডার এই উৎসবে অংশ নেওয়ার পেছনেও একটাই উদ্দেশ্য– গানে গানে শ্রোতাদের ভালোবাসা কুড়ানো।

মোনালিসার ভাষ্যে, এই সংগীত উৎসবের সুবাদে অনেক দিন পর দেশীয় তারকাদের সঙ্গে যেমন দেখা হচ্ছে, তেমনি সুযোগ হচ্ছে এক মঞ্চে পারফর্ম করার। এর মধ্য দিয়ে প্রিয় শিল্পী ও দর্শক-শ্রোতার সঙ্গে নতুন করে হৃদ্যতা তৈরি হবে বলেই মনে করি।

টরন্টো সংগীত উৎসবকে কেন্দ্র করে অনেক দিন পর কোনো অনুষ্ঠানের মঞ্চে পা রাখছেন মোনালিসা। অন্যদিকে তাহসান ও ইমরান ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন দেশ-বিদেশের মঞ্চে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর