[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

‘মেয়ে বিজ্ঞানী হবে’ স্বপ্ন আলিয়ার

নিউজ ডেস্ক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ০৮:০৮

আলিয়া ভাট

২০২২ সালের নভেম্বর মাসে মা হয়েছেন আলিয়া ভাট। নায়িকার জীবনের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সন্তান রাহা। তারকাদের সন্তান হওয়ার পর থেকেই চারিদিকে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে।

তাহলে কি তাদের পরবর্তী প্রজন্মকেও দেখা যাবে ক্যামেরার সামনে? আলিয়াকেও সম্মুখীন হতে হয় এমন প্রশ্নের। এবার আলিয়া জানালেন সন্তানকে কোন পেশায় দেখতে চান তিনি।

সম্প্রতি নিজের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন আলিয়া। এ ছবির এক প্রচারণা অনুষ্ঠানেই রাহাকে নিয়ে কথা বলেন অভিনেত্রী।

মেয়ে রাহাকে নিয়ে গল্প করার সময় হাসতে হাসতে আলিয়া বলেন, “আমি তো আমার মেয়েকে দেখি আর বলি তুমি তো বিজ্ঞানীই হবে।”

আলিয়ার এই ভিডিও সামাজিক মাধ্যমে আসার পর থেকেই চারিদিকে শুরু হয়েছে হাসাহাসি। কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই।

কেউ ভিডিওতে মন্তব্য করেছেন, “শতাব্দীর সেরা জোক।” আবার কারও মন্তব্য, “আলিয়া নিজে কত দূর পড়াশোনা করেছেন?” তবে অভিনেত্রী এসবের কোনো উত্তর দেননি।

২৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে আলিয়া অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। এতে তার বিপরীতে রয়েছেন রণবীর সিং।

 

এমএএইচ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর