[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘লিও’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ১৯:২৯

ছবি: সংগৃহীত

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউড সিনেমা। সবশেষ মুক্তি পায় ‘জওয়ান’। এবার এই তালিকায় যুক্ত হচ্ছে ভারতের দক্ষিণী সিনেমা ‘লিও’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়।

‘লিও’ সিনেমার অফিশিয়াল টুইটার পেজে বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে লিখেছে— ‘লিও ভারতের প্রথম দক্ষিণী সিনেমা, যা বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।’

এ খবরে আনন্দিত থালাপাতি বিজয়ের বাংলাদেশি ভক্তরা। কিন্তু এ বিষয়ে সিনেমাটির পরিচালক লোকেশ কঙ্গরাজ কিংবা বিজয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। বাংলাদেশ থেকে সিনেমাটি কোন প্রতিষ্ঠান আমদানি করছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান।

২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেননসহ অনেক তারকা। আগামী ১৯ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ায় কথা।

অ্যাকশন থ্রিলারধর্মী ‌‘লিও’ সিনেমার কাহিনি পারিবারিক একটি গল্পে। যেখানে স্ত্রী-কন্যাকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় বিজয়কে। গল্পে অভিনেতাকে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। সুখে-শান্তিতে ভালোই কাটে তার সংসার। কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে। শতশত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতোই লড়াইয়ে নামেন বিজয়।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর