প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৩, ১৮:৩৯
ভারতীয় বাংলা চলচ্চিত্রের অন্যতম তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি টালিউডের মি. ইন্ডাস্ট্রি। তার কাঁধে চড়ে মূলধারার বাণিজ্যিক সিনেমা শক্ত অবস্থানে পৌঁছেছে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে শহরতলী থেকে প্রত্যন্ত অঞ্চলের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সিদ্ধহস্ত প্রসেনজিৎ। তবে লম্বা সময় পরিচালনায় দেখা যায় না তাকে। এবার দীর্ঘ ২৫ বছরের বিরতি ভেঙে নির্মাণে ফিরছেন এ অভিনেতা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন এ কথা।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ফের সিনেমা পরিচালনা করব। ইতোমধ্যেই নতুন সিনেমা নিয়ে প্রস্তুতি শুরু করেছি। মানুষ আমাকে মূলত ক্য়ামেরার সামনেই দেখে এসেছে। তবে ফের ক্য়ামেরার নেপথ্যে থেকে নতুন কোনো একটা গল্প বলব।
এদিকে টালিপাড়ার একাধিক সূত্র বলছে, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের এই নতুন ছবি নাকি প্যান ইন্ডিয়া। বাংলা ছাড়াও আরও কয়েকটা ভাষায় মুক্তি পাবে এই এটি। তবে এখনও পুরো বিষয়টিই রয়েছে প্রাথমিক অবস্থায়। নভেম্বরে ছবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় আছে প্রসেনজিৎ ‘দশম অবতার’ সিনেমাটি। এতে তার চরিত্রের নাম প্রবীর রায় চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: