প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ২১:০১
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারে তার সুরেলা কণ্ঠে গান গেয়ে খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন এই গায়িকা। তবে আগের মতো আর স্বাধীনভাবে গান গাইতে পারছেন না বলে অভিযোগ করেছেন ন্যান্সি।
গায়িকার অভিযোগ, বাংলাদেশে এখন স্বাধীনভাবে গান গাইতে পারছেন না তিনি।
রোববার (৮ অক্টোবর ) নিউইয়র্কের জ্যামাইকার কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমিতে একক সংগীতানুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। এ উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনে হাজির হয়ে এ কথা বলেন ন্যান্সি।
জানা গেছে, সংগীতানুষ্ঠানটি আয়োজন করছেন শো টাইম মিউজিক। ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক।
আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কি না? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে এখন আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আমার মতো অনেক শিল্পীর একই অবস্থা।
গায়িকা আরও বলেন, বিগত ১৮ বছর ধরে সংগীত জগতে রয়েছি। এর আগে কখনও আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। আশা করি, এখানে প্রাণ খুলে গান গাইব। একজন শিল্পী হিসেবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: