[email protected] সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বার ২০২৩, ০৪:২১

ছবি: সংগৃহীত

আবারও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’ সিনেমাটি অংশ নিচ্ছে। সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী জানিয়েছেন ‘কাঠগোলাপ’ মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। এবার চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রযোজক মো. ফরমান আলী জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘কাঠগোলাপ’ সিনেমাটি ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে।

সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপ দান করেছেন একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি। চিত্রগ্রহণে ছিলেন নাহিয়ান বেলাল।

এর আগে ভারতের দিল্লিতে ১১তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর