[email protected] শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সাবিলা নূর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৩, ০৫:৫৬

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়।

সাবিলার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার মা মুশরাত বলেন, ‘সাবিলার জ্বর ছিল। প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিল। কিন্তু গত পরশু (মঙ্গলবার) তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করাই।’

তিনি জানান, আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছেন শিগগিরই সুস্থ হয়ে উঠবে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর