[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

শুটিং সেটেই নতুন ছবিতে জায়েদ-সায়ন্তিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বার ২০২৩, ০৪:০০

ছবি: সংগৃহীত

এতদিন কথা দিয়ে আলোচনায় থাকলেও এবার কাজের কাজটি করছেন জায়েদ খান। ফের দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। কলকাতা থেকে উড়িয়ে নিয়ে এসেছেন নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধেছেন জায়েদ।

নতুন খবর হলো এ ছবির শুটিং সেটেই নতুন আরেকটি ছবিতে যুক্ত হয়েছেন জায়েদ। এখানেও তার সঙ্গে রয়েছে সায়ন্তিকা। ‘টাইগার’ নামের এ ছবিটির পরিচালক কামরুজ্জামান রুমান। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে ক’দিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। আজ তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করলাম। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করব। পাঁচ দিনের শুটিং বাংলাদেশে করার পর বাকী অংশের শুটিং হবে লন্ডনে।’

এরইমধ্যে জায়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে সায়ন্তিকার। এমনতা উল্লেখ করে নায়িকা বলেন, ‘প্রথম সিনেমাটির শুটিং করতে এসেই জায়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। দারুণ বন্ধুত্বপূর্ণ আচরণ তার। ওর ব্যবহারে আমি মুগ্ধ। তাই দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হতে খুব একটা ভাবতে হয়নি।’

জায়েদ বলেন, ‘সবাই জানেন সায়ন্তিকা আর আমি কক্সবাজারে ছায়াবাজ সিনেমার শুটিং করছি। এই শুটিং সেটে এসেই পরিচালক আমাকে নতুন ছবি উপহার দিলেন। এই ছবিতেও আমার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন কলকাতার সায়ন্তিকা।’

জায়েদের নতুন ছবিটি নির্মাণ করা হবে গোল্ড মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার ব্যানারে। সিনেমাটি আগামী বছর মুক্তি দেওয়া হবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর