‘তরুণীরা আমার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি করেছে’

৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’। এই সিনেমায় নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক। ব্রিটিশিবিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
সিনেমা মুক্তির বেশ কিছুদিন আগে থেকেই ছবিটির প্রচারণায় নামেন মনোজ ও নুসরাত ইমরোজ তিশা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়েছেন তারা। ঘুরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হলেও।
close
মনোজ প্রামাণিক প্রচারণাকালীন অভিজ্ঞতা জানাতে গিয়ে কালবেলাকে বলেন, ‘বীরকন্যা প্রীতিলতা সিনেমার প্রচারণার জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে হলে ঘুরেছি। বিশেষ করে ছাত্রী হলগুলোতে গিয়েছি, তাদের মধ্যে প্রীতিলতার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য। তারা আমাদেরকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে। এমনকি প্রচারণা চালাতে গিয়ে তরুণী শিক্ষার্থীদের কাছ থেকে উপহারও পেয়েছি। শামসুন্নাহার হল থেকে টপসহ একটি মরিচের গাছ উপহার পেয়েছি।’
বিভিন্ন হলের ছাত্রীরা মনোজের সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘প্রচারণা করার সময় অনেক মজার অভিজ্ঞতা হয়েছে। তরুণী শিক্ষার্থীরা আমার সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়িও করেছেন। এসব অভিজ্ঞতা সত্যিই খুব ভালো লাগার যে তারা আমাকে পছন্দ করেন। এসব প্রাপ্তি সত্যিই আনন্দের। আমি আশা করব, তারা সেরকম হুড়োহুড়ি করে আমাদের সিনেমাটাও দেখতে আসবেন।’
মনোজ কুমার আরও বলেন, ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমায় আমি একটা চরিত্রে অভিনয় করেছি মাত্র। গুরুত্ব বুঝেই আমি সিনেমাটিতে অভিনয় করেছি। আমার চরিত্রটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। চরিত্রটার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়েছে। প্রীতিলতার উপর নানাকিছু পড়তে হয়েছে ও জানতে হয়েছে।’
আপনার মূল্যবান মতামত দিন: