[email protected] সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৭ই মাঘ ১৪৩১

মূল্য তালিকা-ক্রয় রশিদ না থাকায় ৩ ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৩, ০৪:৪৭

ছবি: সংগৃহীত

রাজশাহীতে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় তিন আলু ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে  নগরীর মাস্টার পাড়া কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, খুচরা বাজার ও আলুর কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারগুলোতে সঠিক মূল্যে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। সাহেব বাজারে দুটি দোকানে মূল্য তালিকা না থাকায় ছয় হাজার টাকা ও একটি দোকানে ক্রয়-রসিদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে অসাধু ব্যবসায়ী যেন অতিমূল্যে আলু বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর