infomorningtimes@gmail.com রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২

নাটোরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নাটোর

প্রকাশিত:
৪ সেপ্টেম্বার ২০২৩, ২২:২৪

সংগৃহীত ছবি

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইউএনও পার্কের সন্নিকটে ২২০ নম্বর বড়াল রেলব্রিজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

বাগাতিপাড়া এলাকায় রেলে কর্মরত লাইন মিস্ত্রি মো. আব্দুল আজিজ এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় ওই যুবক মানসিক প্রতিবন্ধী। রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বড়াল রেলব্রিজ অতিক্রম করার সময় ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা মানসিক প্রতিবন্ধী ওই যুবক হাত নাড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করে। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে গার্ডারে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন ওই যুবক মানসিক প্রতিবন্ধী এবং ইতিপুর্বে ওই এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখা গেছে।

ঈশ্বরদী জি আর পি থানার পরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, ঘটনাটি তারা নিশ্চিত হয়েছেন এবং তাদের অফিসাররা ঘটনাস্থলে যাওয়ার জন্য ইতিমধ্যে বের হয়েছেন। পরবর্তীতে তার বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর