[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

রাজশাহীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৩, ০২:২২

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ১৬০ পিচ ইয়াবাসহ মো: রবিউল ইসলাম (২৫) নামের এক মাদককারবারি গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে জেলার বাঘা থানাধীন মহদীপুর মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তি বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মোঃ আসকানের পুত্র।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম (ডিএসবি) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বেলা ১১ টার দিকে বাঘা থানার বিনোদপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে, একই উপজেলার মহদীপুর মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক ইনসার আলীর টিনসেড পাকা বসতবাড়ির পূর্বপার্শ্বেরবিনোদপুরগামী পাকা রাস্তার ওপর এক মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেটের মধ্য হতে দুইটি স্বচ্ছ পলিথিনে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

রফিকুল আলম বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর