[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, পাবনা

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ২২:৪৮

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী শহরের শেরশাহ রোডে একটি কোচিং সেন্টারে ২৩ বছর বয়সের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।  এঘটনায় বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) ঈশ্বরদী থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগ

মামলার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ তার ছেলেকে পড়ানোর জন্য নাহিয়ান ইসলাম নাহিদ নামে একজনকে ছেলের জন্য শিক্ষক খুঁজে দেওয়ার অনুরোধ করেন। এরপর মঙ্গলবার ( ২৬ আগস্ট) বিকেলে মোবাইলে ছেলেকে পড়ানোর বিষয়ে আলোচনার জন্য তাকে কোচিং সেন্টারে আসতে বলেন নাহিদ।

বিকেল সাড়ে ৪টার দিকে ওই ভুক্তভোগী কোচিং সেন্টারে গিয়ে দেখেন, আরও দুইজন অপরিচিত ব্যক্তি সেখানে বসে ছিলেন।  তিনি সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে তার মুখ চেপে ধরে এবং তিনজনেই ধর্ষণ করেন। ধর্ষণের এ ঘটনা বাড়ি ফিরে মা এবং স্বামীকে খুলে বলেন ভুক্তভোগী গৃহবধূ।

এ বিষয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে আলাপের কারণে এজাহার দাখিলে দেরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি কোচিং সেন্টারের নাহিয়ান ইসলাম নাহিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর