[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

আবাসিক হোটেল থেকে ২০ রোহিঙ্গা আটক

বান্দরবান

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ১৬:৫২

সংগৃহীত ছবি

বান্দরবানে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) বিকেলে বান্দরবান সদর ট্রাফিক মোড় এলাকার পর্বত আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নূর আলম (৫০), জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নূর আলম (৩৭), হোসাইন ( ২২), ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন (২২), সিদ্দিক ( ২১), আরাফাত (২০), সালাম (২৫), রিফান (১৬), হাকিম (৩০), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬) ও আহমুদুল (৫২)। তারা সবাই কক্সবাজার উখিয়া থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ, সি, ও ই ব্লকের বাসিন্দা।

আটকদের মধ্যে ইউসুফ জানান, বান্দরবানের ফজল করিম মাঝি নামের এক ব্যক্তি ২০ রোহিঙ্গাকে কাজের কথা বলে পর্বত হোটেলে রাখেন। পরে পুলিশ হোটেল থেকে তাদের আটক করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর