[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

নাটোরের যুবলীগ কর্মী হত্যা, চুয়াডাঙ্গা থেকে আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, না

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ০৪:৪৭

ফাইল ছবি

নাটোরের লালপুরে যুবলীগ কর্মী নাজমুল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হালিমকে (৩০) গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় বৃহস্পতিবার ভোর ৬টায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর হালিমকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ প্রযুক্তির মাধ্যমে জানতে পারে নাটোরের যুবলীগ কর্মী নাজমুল হত্যা মামলার অন্যতম আসামি হালিম চুয়াডাঙ্গার দর্শনায় আত্মগোপন করে আছেন। এরপরই নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হালিমকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট আসামি হালিম এবং দলবল নিয়ে যুবলীগ কর্মী নাজমুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক হালিম এবং তার দল মোটরসাইকেল পার্কিংয়ের অজুহাতে লালপুরের নানদা (নান্দ) গ্রামের বটতলায় নাজমুলের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঝগড়া শুরু করে।

ঝগড়ার একপর্যায়ে নাজমুলকে হালিম এবং জিয়া ছুরিকাঘাত করে। এ ঘটনায় নাজমুল মারা যায়। তবে ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর