[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সাঈদীর মৃত্যুতে শোক

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ১১ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ০৪:৪৩

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যর পর তাকে নিয়ে ফেসবুকে ছাত্রলীগের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী  মন্তব্য প্রকাশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগ সভাপতি ডা. মো. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান আশিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কৃতদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতি জোর সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সভাপতি সাইফ জামান ও সাধারণ সম্পদক আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তার বালেন, এ ব্যাপারে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর শাখা সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, রহনপুর সরকারি ইউসুফ আলী সরকারি কলেজ শাখা সহসভাপতি আসাদুল ইসলাম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহমিদ হাসান গোলাপ, গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়ন শাখা সংগঠনিক সম্পাদক আবু সালেক নিশান, আলীনগর ইউনিয়ন শাখা কর্মী আব্দুর রহমান রিংকু, নাচোল উপজেলার নাচোল সরকারি কলেজ শাখা যুগ্ম-সাধারণ সম্পাদক সজন শেখ, শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র রিজন আহমেদ রিজু, কর্মী ওমর ফারুক ও মো. ইসমাইল, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন শাখা সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান অনন্ত এবং সাবেক সহসভাপতি ইউসুফ আলী সবুজ।

 

বাংলা গেজেট/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর