[email protected] শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজার

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ০০:৪৪

ফাইল ছবি

কক্সবাজারে মাদক মামলায় সৈয়দুল ইসলাম নামের এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

বুধবার (৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। মামলার রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত সৈয়দুল ইসলাম টেকনাফ হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট দীলিপ কুমার ধর।

মামলার নথির বরাতে অ্যাডভোকেট দীলিপ কুমার ধর বলেন, গত ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবরে ২ বিজিবি সজাগ থাকে। এক পর্যায়ে কেওড়া বাগান থেকে আসা সন্দেহজনক একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটকের দেহ তল্লাশি করে গামছা মোড়ানো ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর