[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

রাজশাহীতে সোয়া কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ০১:৩৯

এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার তহুরুল ইসলাম। ছবি-সংগৃহিত

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তহুরুল ইসলাম (২৩) নামের এক যুবককে।

সোমবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার তহুরুল ইসলাম ওই এলাকার সাইদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পরে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

র‌্যাব-৫ জানিয়েছে, তহুরুল ইসলাম মাদক ব্যবসায়ি। তার বাড়িতে মাদকের বড় চালান থাকার গোপন তথ্য ছিল র‌্যাবের কাছে। ওই তথ্যের ভিত্তিতে ভোররাত পৌনে ৫টার দিকে দুর্গম পদ্মা নদী পাড়ি দিয়ে তহুরুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান এক মাদক কারবারি। তবে র‌্যাবের হাতে ধলা পড়েন তরুহুল ইসলাম। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ৭ প্যাকেটি এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। বসত ভিটায়৩ ফিট মাটির নিচে গর্ত করে এই হেরোইন লুকিয়ে রেখেছিলেন তিনি।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ওই যুবক র‌্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর