[email protected] রবিবার, ১০ই নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

রাজশাহীর দুই বেকারি কারখানায় অভিযা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ০৩:১৮

রাজশাহীর চারঘাট উপজেলার দুটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহীর চারঘাট উপজেলার দুটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় সোমবার (২৮ আগস্ট) উপজেলার নন্দনগাছি এলাকায় এই অভিযান চালায় রাষ্ট্রীয় মাননিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই।

অভিযানে নেতৃত্ব দেন চারঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মুশাররফ। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার এএফএম হাসিবুল হাসান।

অভিযান শেষে এএফএম হাসিবুল হাসান গণমাধ্যমকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার তারা উপজেলার নন্দনগাছি এলাকার রিফাত বেকারি ও ইয়াছিন বেকারির কারখানায় অভিযান চালান। বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান দুটি বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদন করছিল।

ভোক্তাদের মিথ্যা তথ্য দিয়ে আসছিল প্রতিষ্ঠান দুটি। যা বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই কাণ্ডে প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বেকারি কারখানাগুলো থেকে স্যাকারিন ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট জব্দ করা হয়। আদালতের নির্দেশে সেগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়েছে।

জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআইয়ের আঞ্চলিক প্রধান সাইফুল ইসলাম।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর