infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

সিরাজগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক, সি

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ০২:১০

ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আল আরাফ সাদ নামের ১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর এ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। সোমবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা শিশু হাসপাতালে সাদের মৃত্যু হয়।

সাদ উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোন গ্রামের হেলথ আ্যাসিস্টেন্ট আনিসুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাদের কয়েক দিন যাবৎ প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। পরে অবস্থার পরিবর্তন না হলে শেরপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে আজ উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর