[email protected] শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

রামেকে ডেঙ্গুতে কৃষকের মৃত্যু

রাজশাহী

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৩, ০৬:০২

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইয়ুব আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত আইয়ুব আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম এ শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে আইয়ুব আলী গত শনিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর আগে, গত জুলাই মাসের ৮ তারিখে রামেকে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বাংলা গেজেট/ বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর