infomorningtimes@gmail.com শুক্রবার, ৯ই জানুয়ারী ২০২৬, ২৬শে পৌষ ১৪৩২

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার, তরুণ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ০৪:২০

ফাইল ছবি

রাজশাহীতে এক কিশোরীকে (১৪) অপহরনের দায়ে মো. আশিক (২১) নামের এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেফতার করে।

গ্রেফতার আশিকের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ভাবনপুর মহল্লায়।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে।

তিনি জানান, কিশোরীকে অপহরণের অভিযোগে গত ২০ আগস্ট আশিকের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা হয়েছিল। ওই কিশোরীর পরিবার মামলাটি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে, আসামি আশিক রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের এক বাড়িতে ওই কিশোরীকে নিয়ে অবস্থান করছে। র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে বাগমারা থানায় হস্তান্তর করে। আসামি আশিককেও থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর