[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

রাজশাহীতে কোটি টাকার হেরোইন-অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৩, ২৩:৪৮

রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইন এবং ওয়ান শুটার গানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন এবং ওয়ান শুটার গানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মহিষালবাড়ি পুরাতন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোদাগাড়ীর দিয়াড় মানিকচর এলাকার রকিবুর রহমানের ছেলে মো. জামাল (৩৯) এবং একই উপজেলার ভগবন্তপুর এলাকার  আনারুল হকের ছেলে ইসমাইল হোসেন (২৪)।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির ওসি আব্দুল হাই। তিনি বলেন, রাতে তারা মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদ গেটের সামনে অভিযান চালান।

অভিযান টের পেয়ে ওই সময় দৌড়ে পালানোর চেষ্টা করেন দুজন। তবে তাদের পাকড়াও করা হয়। দুজনের কাছে এক কেজি হেরোইন এবং একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা দায়ের করে পুলিশ।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর