[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

মোটরসাইকেলের দুর্ঘটায় প্রাণ গেল নার্সের

নিজস্ব প্রতিবেদক, পাবনা

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৩, ০৩:৪৩

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রোজি খাতুন (৩৭) নামে এক নার্স নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক সোলেমান।বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদী পৌর এলাকার ললিতকলা একাডেমির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজি ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের আফজাল মালিথার মেয়ে। তিনি ঈশ্বরদী আলো জেনারেল হাসপাতালে শিক্ষানবিশ সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ইউপি সদস্য আসলাম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে একজন অন্তঃসত্ত্বার জরুরি ডেলিভারি করানোর জন্য নিজ বাড়ি থেকে হাসপাতালে যাচ্ছিলেন রোজি। মোটরসাইকেল চালাচ্ছিলেন অন্তঃসত্ত্বা নারীর স্বামী। 

মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে পাকা রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত লাগে রোজির। তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত সোলেমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর