[email protected] বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১
ব্রেকিং:
  • <চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০ জন>

দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার সারজিসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৫, ২২:৩৪

সংগ্রহীত

মনের সংকীর্ণতা ও সীমাবদ্ধতা কাটিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ (সোমবার) নিজ জেলায় পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

পৃথিবীর সব মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করার কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, পৃথিবীর সব মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করব, যেন আমরা একসঙ্গে আমাদের মনের সংকীর্ণতা এবং আমাদের সীমাবদ্ধতা কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি।

তিনি বলেন, রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে তেমনি বান্দার প্রতিও বান্দার হক রয়েছে। এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি।

এসময় সারজিস আলম সাংবাদিকদের বলেন, পৃথিবীতে অনেক মুসলিম ভাই বোনরা আছেন, যারা আমাদের মতো করে ঈদ করতে পারছেন না।

এর আগে তিনি আটোয়ারী উপজেলার নিজ এলাকা থেকে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আসেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি বিনিময় করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর