[email protected] বুধবার, ৩০শে অক্টোবর ২০২৪, ১৫ই কার্তিক ১৪৩১

ল্যান্ড মাইন বিস্ফোরণে কেঁপে উঠল গ্রাম

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪, ১৭:১৩

ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে বাজেডুমরিয়া গ্রাম থেকে একটি অবিস্ফোরিত ল্যান্ড মাইন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মাইনটি মুক্তিযুদ্ধের সময়কার।

মঙ্গলবার সকালে উদ্ধারকৃত ল্যান্ড মাইন ধ্বংস করে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ওই গ্রামে তিস্তা সেচ ক্যানেলের বাঁধে মাইনটির বিস্ফোরণ ঘটান তারা। এ সময় বিকট শব্দে কেঁপে উঠে আশপাশের গ্রাম।

জানা যায়, শিশুরা খেলতে গিয়ে ২৬ জুন ক্যানেলের বাঁধে মাইনটি দেখতে পায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে স্থানটি ঘিরে নেয়। এটি বিস্ফোরণের সময় নির্দিষ্ট দূরত্বে ক্যানেলের বাঁধে উৎসুক জনতা ভিড় জমায়।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য এর আগে ২২ এপ্রিল ওই গ্রামে জমি খননের সময় পাওয়া গ্রেনেড, মাইন ও মর্টার সেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছিল। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর