[email protected] সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

সিলেটে ৫ নদীর পানি বিপদসীমার উপরে

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৪:২৮

ছবি : সংগৃহীত

ধীরে ধীরে অবনতি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। সুরমা, কুশিয়ারাসহ ৫ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

টানা বর্ষণ ও উজানের ঢলে সিলেট নগরী ও সুনামগঞ্জ জেলা শহরসহ বিভাগটির বিভিন্ন এলাকা এখনো পানির নিচে। জেলার সুরমা, কুশিয়ারা, সারি ও সারি-গোয়াইন নদীর ৬টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যাপক বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে।

অনেক জায়গায় রাস্তাঘাটে পানি জমে গেছে। আগামী সাত দিন ভারি বৃষ্টি চলবে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আজসহ দু'দিন। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ অফিস।

এছাড়া পুরো বর্ষা মৌসুম সামনে থাকায় এ অঞ্চলে আরও কয়েকবার বন্যা হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর