প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৩:৩৫
অতি বৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নয় জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) ভোরে পৃথক তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনায় তাদের মৃত্যু হয়।
প্রবল বর্ষণের কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আলাদা আলাদা ভূমিধসের এই হতাহতের ঘটনা ঘটেছে।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ শামসুদ্দৌজা জানান, অতি বৃষ্টিতে উখিয়ার ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা শিবির ও ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে ভূমিধসে প্রাণ হারিয়েছে ৯ জন। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বলে জানা গেছে।
নিহতরা হলেন- রোহিঙ্গা মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।
মন্তব্য করুন: