প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৩, ০০:২১
রাজশাহী মহানগরীতে ৩০০ পিচ ট্যাপেন্টাডলসহ শরিফা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শরিফা বেগম পূর্ব রায়পাড়া গ্রামের মৃত বাহাদুরের স্ত্রী। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে থানায়।
কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহা: মনিরুজ্জামান জানান, শরিফা বেগম নিজ বাড়িতে ট্যাপেন্ডাল রেখে ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়।
তল্লাশি করে তার ওয়ারড্রপের ড্রয়ার হতে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এই কাণ্ডে তখনই গ্রেপ্তার করা হয় ওই নারীকে।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। নগরীর বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন তিনি। এনিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন: