[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাসিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ০২:৪৬

ফাইল ছবি

রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরীর সিটি হাসপাতালসহ আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ডেঙ্গু জ্বরে আক্রান্তরা বিনামূল্যে এ পরীক্ষা করতে পারবেন। খুব শিগগিরই এ কার্যক্রম শুরু হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাসিক।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ প্রজেক্টের (পিপিপি) আওতায় রাজশাহী সিটি করপোরেশনকে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেছে।

অনুষ্ঠানে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস প্রদান করা হয়। পিপিপির আওতায় নগরীর ৪, ১৬, ১৯, ২৪ ও ২৮নং ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম চলছে।

রোববার (২০ আগস্ট) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, কার্যনির্বাহী সদস্য রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, ডেনিস রেডক্রসের হেলথ ম্যানেজার ডা. আরিফা হাসনাত আলী, গোলাম মেহেদী হাসান।

অনুষ্ঠানে রেডক্রিসেন্টের পক্ষে সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের কাছে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেন।

অনুষ্ঠানে রাসিকের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, পিপিপি প্রজেক্টের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর