[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ০২:৩৭

ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর এলাকার মতি মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো তাঁত শ্রমিক হাসমত আলীর ছেলে সৌরভ (৬) ও এরশাদ আলীর ছেলে রিফাত (৫)। এরা দুইজন সম্পর্কে চাচাতো ভাই। বাড়ির পাশে জলাশয়ে খেলছিল তারা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাড়ির পাশে জলাশয়ের পানিতে খেলা করছিল রিফাত ও সৌরভ। এক পর্যায়ে দুইজনই পানিতে পড়ে ডুবে যায়।

এরপর শিশুদের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। দুপুরের দিকে নিখোঁজ শিশুদের দেহ পানিতে ভেসে ওঠে।

এরপর স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর