[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

কক্সবাজার

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ০৬:৪১

উখিয়ায় পাহাড় ধসে নিহত মা-মেয়েকে উদ্ধার অভিযানে উদ্ধারকর্মীরা।

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস ও দেয়াল চাপায় মা-মেয়েসহ ৪ জন মারা গেছে। সোমবার (৭ আগস্ট) জেলার উখিয়া এবং চকরিয়ায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মা ও মেয়ের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার দুই বছরের শিশু কন্যা মাহিমা আক্তার। 

উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভারী বর্ষণের কারণে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের মা-মেয়ে মাটি চাপায় মারা গেছে।

খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারী রোহিঙ্গাদের অন্য জায়গায় সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

অন্যদিকে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড়ধসে পড়ে দেয়াল চাপায় আনোয়ার নামের এক ব্যক্তির দুই শিশু মারা গেছে। রাত ৮টা পর্যন্ত তাদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, সোমবার বিকেলে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকায় আনোয়ার হোসেনের ঘরের দেয়ালে পাহাড়ধসে তার দুই সন্তান চাপা পড়ে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, মরদেহ দুটি তাদের বাড়িতে রয়েছে। তাদের নাম সংগ্রহের চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর